সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
ভবানীপুর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত শীতের পিঠা উৎসব রীতিমতো অবাক করেছে এলাকাবাসীসহ আগত অতিথিদের। শীতের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নানা ধরনের বাহারি পিঠার সমাহার ছিল। পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই, দুধ চিতই, পুলি পিঠা, তেল পিঠাসহ ঐতিহ্যবাহী শীতের পিঠায় ভরে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।
আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য রক্ষা এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করতেই এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রশংসায় মুখর ছিল পুরো আয়োজন। সুন্দর ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই পিঠা উৎসব ভবানীপুর এলাকায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩