রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
শীতের কনকনে শীতল হাওয়াতে শীতার্ত মানুষের মাঝে চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য শিমুল সরকারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার চারঘাট ইউনিয়ন এর মুংলি গ্রামে ৮০ টি গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন, রাজশাহী জেলার চারঘাট উপজেলার ছাত্রদলের সদস্য শিমুল সরকার।
এসময় তিনি বলেন ছাত্রদল বরাবরই দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ। আজকের কম্বল বিতরণের উদ্যোগ তারই একটি ছোট্ট প্রয়াস। আমাদের এই প্রয়াসটি অসচ্ছল মানুষের জন্য একটু হলেও সুখের কারণ হয়ে দাঁড়াবে এটা আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, প্রথম দিন আল্লাহর অসিম রহমতে সকলের সহযোগিতায় এই শীতে ৮০ টা পরিবারের সাথে ভালোবাসা ভাগাভাগি করতে পেয়েছি। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান আল্লাহর তায়ালার উপর যার মহান রহমতে এই কাজটি করতে পেরেছি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা দেশে ও বিদেশে থেকে এই মহৎ কাজের জন্য আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ তায়ালার উপর আস্থা রেখে, আপনাদের সাহায্য সহযোগিতা ও ভালোবাসা নিয়ে এভাবেই গরীর-দুঃখী,অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই আমৃত্যু পর্যন্ত। সকলেই আমার জন্য দোয়া করবেন। এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩