রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান ও বিশিষ্ট মোটিভেশনাল স্পীকার মো. আল মামুন রাসেল।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল হলরুমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন, আল-নূর হসপিটালের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: খোরশেদ আলম, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদরাসার কারিগরি শাখার বিভাগীয় প্রধান কাজী মো: এয়াকুব আলী, চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক মো. রফিউদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রূপম সেনগুপ্ত।
চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর প্রধান শিক্ষক মো. আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক (প্রশাসন) শাহাব উদ্দিন, পরিচালক (শিক্ষা) মহিউদ্দিন বাবুল, চৌদ্দগ্রাম কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর আহবায়ক মো: আমির হোসেন, যুগ্ম আহবায়ক মো. শাহজাহান, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, স্কুলের অভিভাবক অধ্যপক তানিয়া নাসরিন, ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর ধর্মীয় শিক্ষক নাজিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জালাল উদ্দিন, চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক, মো. জয়লান আবেদীন, মো. কামাল উদ্দিন, মো. আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন, সাংবাদিক এম এ আলম, সানোয়ার হোসেন, মোহাম্মদ সাইদুল হক, এনামুল হক নোমান সহ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকবৃন্দ, সচেতন অভিভাবকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩