শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার আকঁচা ইউনিয়নে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে আকঁচা ইউনিয়নের পালপাড়া গ্রামে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, ছাত্র প্রতিনিধি মুনতাসির মুন, রিফা তামান্না ও অন্যান্যরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মৃৎশিল্পীদের জীবনমান উন্নয়নে একটি প্রশিক্ষণ কর্মসূচির জন্য বরাদ্দকৃত অর্থের একটি অংশ অবশিষ্ট ছিল। সেই অর্থ ব্যবহার করেই মৃৎশিল্পী পরিবারের শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার মাধ্যমেই শিশুদের স্কুলজীবনের যাত্রা শুরু হয়। শিক্ষাকে এগিয়ে নিতেই এই ক্ষুদ্র উদ্যোগ। শিক্ষা উপকরণ বিতরণ একটি চলমান প্রক্রিয়া—ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩