বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
মো: এমারুল হক, ধর্মপাশা প্রতিনিধি:
সুনামগঞ্জ–০১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুলের পক্ষে তার নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে সংযোজনযোগ্য) তাহিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় তার সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, এলাকার সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থনকে সামনে রেখেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুল নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, কামরুজ্জামান কামরুল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এর আগে এক বক্তব্যে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি জনগণের ভালোবাসায়, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও জনগণের স্বপ্ন পূরণের জন্য নির্বাচনে অংশগ্রহণ করব।”
তার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে সুনামগঞ্জ–০১ আসনের নির্বাচনী তৎপরতা আরও জোরালো হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩