মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দিনব্যাপী ফুলবাড়ি উপজেলার ৩নং বালাটারী, কিষামাত শিমুল বাড়ির ৬নং ওয়ার্ড ও কুরুষা ফেরুষা ৮নং ওয়ার্ডে মহিলা দলের আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সু্লতানা, মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের সভাপতি হালিমা বেগম, হলোখানা ইউনিয়ন সভাপতি শাহনাজ, ফুলবাড়ি উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল দর্শনই হলো জনগণের শাসন। তাই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। জনগণের ক্ষমতা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই ৩১দফা বাস্তবায়ন আমাদের সংগ্রামের মূল অঙ্গীকার। একটি দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আধুনিক শিক্ষিত স্বনির্ভর কুড়িগ্রাম গড়তে ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষের বিজয় হলে বিএনপির অঙ্গীকার রাস্ট্র হবে জনতার। ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরে পাবার সুযোগ নিন। সবার আগে বাংলাদেশ৷ বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩