সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। নাদিরা আক্তারের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী এবং শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু।
রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ আসনে এখন পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট তিনজন প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলনের তথ্য নথিভুক্ত হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে অন্যান্য আগ্রহী প্রার্থীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী বলেন, নাদিরা আক্তার দীর্ঘদিন ধরে শিবচরের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তৃণমূল পর্যায়ে তাঁর নিবিড় সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা ও দলীয় ত্যাগ তাঁকে এই আসনে একজন শক্তিশালী ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাদিরা আক্তারের পক্ষে আমরা মনোনয়ন ফরম উত্তোলন করেছি। আমরা আশাবাদী, ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবেন। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই বিএনপির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা।
মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে মাদারীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩