শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার মাদারীপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জেলা সম্মেলন অনুষ্ঠিত ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুবদল নেতার খোলা চিঠি সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মাভাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানী হল নামকরণ কুবিতে ওসমান হাদির মৃত্যু সংবাদে বিক্ষোভ: চার শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল জৈন্তাপুরে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে ভোররাতে মোবাইল কোর্টের অভিযান শৈলকুপায় মেধা ও মনন মঞ্চের গণিত উৎসবে মেধার মিলনমেলা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাইপাস মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পথসভায় বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও আশার সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ, রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পাশে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”

এর আগে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজাপুর উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, রাজাপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩