মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে ‘অবান্তর’ বলে মন্তব্য করার প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টায় সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় তারা উপ-উপাচার্যের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। পাশাপাশি ওই বক্তব্যের সময় উপস্থিত সংশ্লিষ্ট সকলের কাছ থেকেও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, স্বাধীন দেশে বসে একজন উপ-উপাচার্য কীভাবে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এমন বক্তব্য দিতে পারেন, তা অগ্রহণযোগ্য। এই বক্তব্যের অবশ্যই জবাবদিহি হতে হবে। নিঃশর্ত ক্ষমা ও পদত্যাগই আমাদের একমাত্র দাবি। অন্যথায় আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে দাঁড়িয়ে উপ-উপাচার্য যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত আপত্তিকর ও অশালীন। শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালই আমরা তার পদত্যাগের দাবি জানিয়েছিলাম। সেই দাবির অংশ হিসেবেই আজ প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। পদত্যাগ না করা পর্যন্ত এই তালা ঝুলে থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, তিনি বর্তমানে একটি বৈঠকে আছেন, তাই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে পারছেন না।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩