বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু ডিসেম্বরের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় ১৮২ কোটি ৬০ লাখ ডলার নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ কুবির নওয়াব ফয়জুন্নেছা হলে বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে পূবাইল থানা যুবদলের আনন্দ মিছিল দোয়ারাবাজারে রশীদ আলী মেমোরিয়াল গার্লস স্কুলে বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডিমলায় জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ডিমলায় তিস্তানদীর অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক- হেলপার আটক, মামলা দ্বায়ের চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান চবির চলমান পরিস্থিতি নিয়ে চাকসু–ছাত্রদলের পাল্টাপাল্টি বিবৃতি হরিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো মানুষের ঢল নাচোলে উৎসব মুখর পরিবেশে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ শৈলকুপায় বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু নাটোরে মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি সেনা লুব্রিকেন্টস্ কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল

কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কুয়াকাটা সংলগ্ন আলিপুর বাজারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের খবর। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা একটি প্রধান সড়কের মেরামত কাজ আজ থেকে শুরু হলো। এই সড়কটি স্থানীয়দের পাশাপাশি কুয়াকাটা আগত পর্যটকদের জন্যও ছিল এক বড় ভোগান্তির কারণ।

অবশেষে সেই দুর্ভোগের অবসান হতে চলেছে। আজ, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে এই রাস্তাটির মেরামত কাজের উদ্বোধন করা হয়। লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান এবং আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু হানিফ খান যৌথভাবে এই কাজের শুভ উদ্বোধন করেন।

এই উদ্যোগটি স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী সমিতির এক সম্মিলিত প্রচেষ্টার ফসল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ডা. মহিবুল্লাহ মুসুল্লি এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। তাদের অক্লান্ত প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের ফলেই দ্রুততার সাথে রাস্তাটির কাজ শুরু করা সম্ভব হয়েছে।

রাস্তাটির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা যেমন খুশি, তেমনই খুশি আলিপুর বাজারের ব্যবসায়ীরা। এ প্রসঙ্গে, লতাচাপলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “এই রাস্তাটি মেরামত করার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। আমরা আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ হবে এবং যাতায়াত আরও মসৃণ হবে।”

অন্যদিকে, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবু হানিফ খান বলেন,”এই রাস্তাটি বাজারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরামত কাজ শুরু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা হবে এবং বাজারের প্রাণচাঞ্চল্য বাড়বে।”

স্থানীয়রা আশা করছেন, রাস্তাটির মেরামত কাজ দ্রুত সম্পন্ন হলে কুয়াকাটা-আলিপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩