মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাউজানে যৌথ মহড়া ও মতবিনিময় সভা শ্রীবরদীতে হাতির আক্রমণে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হাদী গুলিবিদ্দের ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি, নালিতাবাড়ীতে গ্রেপ্তার ২ উপ-উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে চবির প্রেস বিজ্ঞপ্তি কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা/ মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি

শান্তির চৌদ্দগ্রাম গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন- কামরুল হুদা

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হুদা বলেছেন, আমার নেতা দেশমাতা খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, আমার প্রতীক ধানের শীষ। কিন্তু চৌদ্দগ্রামে আমি সর্বদলীয় প্রার্থী হতে চাই। আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী না হয়ে আপনাদের সকলের প্রার্থী হতে চাই। সকলের দায়িত্ব নিতে চাই।

সারা বাংলাদেশে যতগুলো উপজেলা আছে, চৌদ্দগ্রাম হলো পথিকৃত উপজেলা। নির্বাচনের তফসিল ঘোষণা হলে সারা বাংলাদেশের ফোকাস থাকবে চৌদ্দগ্রামের দিকে। আমাকে মনোনীত করার পর গত সপ্তাহে ধানের শীষের পক্ষে একটি শোডাউন করেছিলাম। আমি দেখিছে, সর্বদলীয় লোকেরা সেখানে উপস্থিত হয়েছে এবং সেটার ব্যাপ্তি ছিল সাড়ে ১৩ কিলোমিটার। চৌদ্দগ্রামের ইতিহাসে এটা একটা নজির।

আপনারা একটি শান্তির চৌদ্দগ্রাম চান মন্তব্য করে তিনি আরও বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের দক্ষিণ চৌদ্দগ্রামে যে সন্ত্রাস, আমাদের চৌদ্দগ্রামের সাথে সেটা যায় না। চৌদ্দগ্রাম এমন একটি উপজেলা এখানে শিক্ষিত লোক, ব্যবসায়ী ও ব্যাংকারের সংখ্যা বেশি। আপনারা সমন্বিতভাবে একটি শান্তির চৌদ্দগ্রাম গড়ার প্রত্যয়ে যদি কাজ করেন, অবশ্যই ধানের শীষকে ভোট দিবেন। আপনারা যদি একতাবদ্ধ হোন, আপনাদেরকে হারানোর ক্ষমতা কারো নেই।

বুধবার রাতে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল হুদা আরও বলেন, আমরা শুনেছি দক্ষিণ চৌদ্দগ্রামে নিয়ে যাবে। আমরা কি ‘নিয়ে যাওয়ার’ জন্য আন্দোলন করেছিলাম? গত ১৭ বছর যে নির্বাচন হয়েছে মানুষ ভোট দিতে পারেনি। ‘নিয়ে যাবে’ এটা কোন শব্দ? এটার জন্য তো দেশনায়ক তারেক রহমান এ আন্দোলনের সময় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেননি। জনগণ যাতে ভোট দিতে পারে, সেজন্যই তিনি কাজ করেছেন। সবাই যদি দায়িত্ব নেন, তাহলে চৌদ্দগ্রাম হবে একটি শান্তির চৌদ্দগ্রাম।

চট্টগ্রামস্থ চৌদ্দগ্রাম কমিউনিটির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব ও আটাব চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।

অধ্যক্ষ আবদুর রব সোহেল ও মাইনুল আহসানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক যুগ্ম সচিব কাজী নাসিমুল ইসলাম, এপিপি কাজী কামরুন নেছা, এডভোকেট জান্নাতুল স্বরলিপি, ব্যবসায়ী মোহাম্মদ আবু জাফর, কুমিল্লা জেলা সমিতির সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, ব্যবসায়ী জাহাঙ্গীর মজুমদার, মুক্তিযোদ্ধা আবদুর রব, অবসরপ্রাপ্ত এএসপি মমতাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, কুমিল্লা জেলা সমিতির সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার, ড্যাব নেতা বেলায়েত হোসেন ঢালীসহ চট্টগ্রামে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম কমিউনিটি চট্টগ্রামের আহবায়ক আগা মাইনুল হক চৌধুরী রাসেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজ, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলালসহ আরও অনেকে।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আগামীর স্বপ্নের চৌদ্দগ্রাম বিনির্মাণে চট্টগ্রামস্থ চৌদ্দগ্রামবাসীর মতবিনিময় সভায় দুই সহস্রাধিক মানুষের উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩