বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্রদল চবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আরিফের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফুল ইসলামের মৃত্যু হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এছাড়া চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি এবং ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য নেতাকর্মী জানাজায় অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর মো. কামাল উদ্দিন বলেন, “আরিফ খুব অমায়িক একজন ছেলে ছিল। তিনি জুলাই আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কখনো রাজনীতিকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।”

জানাজা শেষে আরিফের মরদেহ গ্রামের বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানান।

গত শনিবার (৬ ডিসেম্বর) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন আরিফ। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরিফের চাচাতো ভাই হানিফ বলেন, “আরিফকে হারিয়ে পরিবার শোকে ভেঙে পড়েছে। আমরা কখনোই ভাবিনি তাকে এত তাড়াতাড়ি হারাতে হবে।”

মোহাম্মদ আরিফ চার ভাইবোনের মধ্যে তৃতীয়। দু’ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন। তার বাবার নাম মো. হারুন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩