সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি, ১ জন বহিষ্কার চৌদ্দগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্তৃক বিধবাকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, এলাকা ছাড়ার হুমকি মামলা করতে এলে সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই: আইজিপি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত পুলিশি হামলার প্রতিবাদে নরসিংদীতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাজ্যে পাকিস্তান হাইকমিশনে হামলা, যা বললেন শাহবাজ ‘বহুমুখী বিধ্বংসী যুদ্ধজাহাজ’ উদ্বোধন করে কিমের হুঁশিয়ারি সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল নরসিংদী স্টেডিয়ামের নাম ডা. সজীব সকারের নামে চাইলেন জাতীয় নাগরিক পার্টি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট টঙ্গীতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক বিক্ষোভ চৌদ্দগ্রামে মুজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকলের সরবরাহের অভিযোগ চৌদ্দগ্রামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় জিয়াউল আহসানের ৩ ফ্ল্যাট ৫ বাড়িসহ শত বিঘা জমি জব্দ চৌদ্দগ্রামে তালাকপ্রাপ্ত স্ত্রী ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হোটেল ব্যবসায়ী

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওহিদ আলী নবীনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৩৬ (১) ও ২৪ (ক) ধারায় ৬ মাসের কারাদণ্ডসহ ১ হাজার টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ওহিদ আলী নবীন রাজশাহীর মহিষালবাড়ি গ্রামের মৃত সাঈদ আলী বাবলুর ছেলে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত পিপি গোলাম সরোয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২২ সালের ২৮ আগস্ট সকালে সিরাজগঞ্জ সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।

ওইদিন দুপুরে পুলিশের কাছে সংবাদ আসে যে রাজশাহী থেকে মাদকের একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে মিয়াবাড়ি মার্কেটের সামনে থেকে গাড়িটি থামিয়ে চালককে গ্রেপ্তার করা হয়। প্রাইভেটকার তল্লাশি করে বিভিন্ন প্যাকেট থেকে ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন ও ১ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ইব্রাহিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩