বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জে র্যাব-৯ ও থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে সজল বিশ্বাস (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তবে পুলিশের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ এর মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, কোম্পানীগঞ্জ থানার ১নং পশ্চিম ইসলামপুর ৮ নম্বর ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে রযাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা গেলেও অন্যজন পালিয়ে যায়।
পরবর্তীতে আটক সজল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, একটি ট্রাকের বডির ভেতরে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকানো আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে প্লাস্টিকের দুটি বস্তায় মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত সজল বিশ্বাস সিলেট জেলার জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে।
উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এদিকে, অপর একটি পৃথক অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩