সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে একই দিনে নবীনগরে নতুন ইউএনও ও ওসির যোগদান নাসিরনগরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্টের অভিযান, দুই লক্ষ টাকা জরিমানা বাংলাদেশে হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না- মোঃ জাহিদুল ইসলাম সালমানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়মনি উইনার্স ক্লাব সেমিফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে

“জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম

আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি (জাবি) সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৫১ব্যাচের শিক্ষার্থী তারেক আহমদ সভাপতি এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের ওই একই ব্যাচের প্রিতম রায়’কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর শাফি মুহাম্মদ তারেক এবং উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ফজলুল করিম পাটুয়ারী স্যার।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোহাম্মদ আব্দুর রশিদ জিতু, এজিএস মোহাম্মদ ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবু উবায়দা উসামা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম লিখন এবং অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান কমিটির স্বেচ্ছাসেবক ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে জাকসু’র ভিপি বলেন, “সায়েন্স ক্লাব আশেপাশের এলাকার শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানভিত্তিক অত্যন্ত সুন্দর কাজ করার চেষ্টা করছে, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”নতুন

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “সায়েন্স ক্লাব সবসময়ই বিজ্ঞানচর্চা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। আমরা আগামীতেও একতাবদ্ধ হয়ে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। বিজ্ঞানভিত্তিক কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নতুন সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, “সায়েন্স ক্লাব বরাবরই শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করার জন্য নানাবিধ কার্যক্রম আয়োজন করে আসছে। আমরা নতুন কমিটি হিসেবে ক্লাবের উন্নয়ন, নিয়মিত কর্মসূচি এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করবো। সবার সহযোগিতায় সায়েন্স ক্লাবকে একটি আরও শক্তিশালী ও দূরদর্শী প্ল্যাটফর্মে পরিণত করাই আমাদের অঙ্গীকার।”

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মাহমুদুল হাসান পাপন, নাজমুন নাহার নীপা, সুকর্ণা কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মাইশা খাতুন, মো. সাইফুল আলম, মো. আতাউর রহমান। সাংগঠনিক সম্পাদক তানভীর মাজহার, দপ্তর সম্পাদক মো. খালেদুজ্জামান ফাহিম, সহ-দপ্তর সম্পাদক তাসনোভা তাহনিন হোসাইন , কোষাধ্যক্ষ মনোয়ার আহমেদ, সহ-কোষাধ্যক্ষ সাজু মন্ডল।

কমিটিতে হেড অব প্রমোশন প্রমা সাহা সেবা, কো- হেড অব প্রমোশন মো. আল মাহমুদ, হেড অব সায়েন্টিফিক রিসার্চ ইরফাতুল জান্নাত তানিয়া , কো- হেড অব সায়েন্টিফিক রিসার্চ সাব্বির আহমেদ, হেড অব সোস্যাল এক্টিভিটিজ লিমা খাতুন, এবং কো- হেড সোস্যাল এক্টিভিটিজ মো. শাহরিয়ার হাসান সোহান, হেড অব পাবলিকেশন মো. ফারওয়াহ মুনজির রাফিদ , কো- হেড অব পাবলিকেশন হয়েছেন সাইয়েদ আনিকা রহমান।

এছাড়া হেড অব পাবলিক এফেয়ার্স মাহমুদ হাসান আকিব , কো-হেড অব পাবলিক এফেয়ার্স আফরোজা আক্তার মিনা, হেড অব প্রজেক্টে মোসা. আইরিন নাহার , কো- হেড অব প্রজেক্টে মো. আরিফুল ইসলাম, হেড অব আইটি মোসা. উম্মে আফসানা লাবিবা , কো- হেড অব আইটি মারুফা, হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সঞ্জয় রাজবংশী , কো-হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নূর-ই তাবাসসুম মীম, হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ফাতিমা, কো- হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, এটি একটি বিজ্ঞান ভিত্তিক সংগঠন। প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারতা, বিজ্ঞানের তাৎপর্যতা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩