সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর-৩ আসনের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা এস. এম. আজিজুল হক বলেছেন, “এ দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে। এখন তারা ইসলামের নীতিভিত্তিক শাসন দেখতে চায়।”
রবিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা–বরিশাল মহাসড়কের মস্তফাপুর থেকে শুরু হওয়া একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও বিভিন্ন হাট-বাজার প্রদক্ষিণ শেষে কালকিনি উপজেলার সাহেবরামপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক।
তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমাদের মূল লক্ষ্য—রাজনীতিতে নীতি, আদর্শ ও সততার ভিত্তিতে পরিবর্তন আনা।”
হাতপাখা প্রতীকে ভোট চাইতে গিয়ে তিনি আরও বলেন, “জনগণ আমাকে সংসদে পাঠালে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানির শিকার হতে হবে না।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩