মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন ডিমলায় বেগম রোকেয়া দিবসে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত চৌদ্দগ্রামে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে পুরস্কার কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের পক্ষে লিফলেট বিতরণ শিবচরে প্রথম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার এমপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে ভুল করলে ধরিয়ে দিবেন, কৃতজ্ঞ থাকব। নাচোলে জামায়াত প্রার্থী- ড. মিজানুর রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার চবিতে ভর্তিচ্ছুদের আবেদন এক লাখ ছাড়াল শিবগঞ্জে নয়ন আলী নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি ঈদগাঁওয়ে মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা ও মাইক্রোফোন চুরি দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে চবিসাস এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শৈলকূপায় জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, বাজারে কমছে দাম তারেক রহমান এর একান্ত সচিব কে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে কুচাইপট্রির সাধারণ মানুষ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম

মো: আবু বকর সুজন, চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধিঃ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের মানুষ চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তারা সংস্কার চায়, বৈষম্যবিরোধী বাংলাদেশ চায়। আপনারা জানেন, ইসলামী শক্তি ও দেশপ্রেমিক শক্তি এক হয়েছে। সবাই মিলে চাঁদাবাজ ও আধিপত্যবাদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সারাদেশে ইসলামী ৮ দলের পক্ষে ঢেউ উঠেছে। মানুষ চায় সৎ লোকের শাসন। ইসলামী দলের নেতৃত্বই সৎভাবে দেশ পরিচালনা করবে। ইতোমধ্যে জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে।
আমাদের বিরুদ্ধে সারাবিশ্বে আ’লীগের সন্ত্রাসবাদের অপপ্রচার হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্ববাসী জেনে গেছে জামায়াত মানুষের কল্যাণে কাজ করে। জামায়াত ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি হবে। কোন স্বজনপ্রীতি নয়। ঘুষ দিয়ে আর কাউকে চাকরি নিতে হবে না।

বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের কাছে ভোট চাওয়ার আহবান জানিয়ে আবদুল হালিম আরও বলেন, প্রতিদিনই জামায়াতের ভোট বাড়ছে। এজন্য অহংকারী না হয়ে বিনয়ী হতে হবে। এক কথায়, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় মা-বোনসহ ভোটাররা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে। একই সাথে চৌদ্দগ্রামের মানুষ ডা: তাহেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করবে, ইনশাআল্লাহ।

তিনি শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উদ্যোগে মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ম্যানেজার ফজলুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসাইন শামীমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য নুরে আলম মিয়াজী, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আবদুল কাদের, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ জাফর আহমদ, শুভপুর ইউনিয়ন আমীর মাওঃ মফিজুর রহমান, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাফেজ বদিউল আলম, নবান্ন মিডিয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেবি ইন্টারন্যাশালের স্বত্বাধিকারী বাহাদুর হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহীদুল ইসলাম, আবুল কাশেম, মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের সুরা সদস্য মাষ্টার ইউনুছ জামান, মাহমুদুর রহমান স্বপন, মুন্সিরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, ছাত্র শিবিরের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোজাম্মেল হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩