শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন শহিদুল আলম তালুকদার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলীয় সূত্রে প্রকাশিত প্রার্থী তালিকায় জানা যায়, দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপির চূড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ আসনে বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন প্রার্থীকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই তার বাড়ি ও রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।
মনোনয়নপ্রাপ্ত শহিদুল আলম তালুকদার বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। বাউফলের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩