শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
মোঃ সাইফুল ইসলাম ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়নের শংকরাদহ গ্রামের মনুছ মিয়ার মেয়ে, তৃতীয় শ্রেণীর ছাত্রী ০৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি দুলাল মিয়া (২৮) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ওসি মাকসুদ আহমেদ। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃত দুলাল মিয়া নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের নাছির মিয়ার ছেলে।
পুলিশের এই দ্রুত অভিযান ও গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। ঘটনাটির দ্রুত তদন্ত ও বিচারের স্বার্থে নাসিরনগর থানা পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩