সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
মাহবুব হাসান, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রোববার রাতে ১০টা ৩০ মিনিটের দিকে রাজাপুর থানার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিবি সূত্রে জানা গেছে, এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নৈকাঠি টু ভাণ্ডারিয়া সড়কের পাশে অবস্থান নেয়। সেখানে ইয়াবা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল এক যুবক। পরে রাত ১০টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে ডিবি।
এসময় আটক ব্যক্তির পরনে থাকা কালো প্যান্টের ডান পকেট থেকে সাদা জিপারযুক্ত পলিথিনে রাখা ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার বিষয়ে ডিবি জানায়— ঘটনাস্থল থেকে আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ তথ্য নিশ্চিত করেছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩