শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজু, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন কর্মী কাফনের কাপড় পরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ জানান। মিছিলের সামনে বিপুলসংখ্যক নারীও অংশ নেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার নওধার লেকেরপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী প্রদক্ষিণ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ আমিন বলেন, ‘বিগত ১৭ বছরে ত্রিশালের আন্দোলন-সংগ্রামে আলহাজ্ব জয়নাল আবেদীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। সবাই আশা করেছিলেন তিনি মনোনয়ন পাবেন। কিন্তু তা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাই চূড়ান্ত তালিকার আগে মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছি।’
বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার সঙ্গে স্থানীয় জনগণের তেমন কোনো সম্পৃক্ততা নেই। আমরা এই মনোনয়ন মানি না। ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষেই কাজ করবো।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩