বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র দোয়ার মাধ্যমে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের ব্যবস্থাপনা করেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা। সেলিম রেজা ঢাকা থেকে অডিও বার্তায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রত্যাশার জায়গা।
মিলাদ ও দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা সকলকে দেশনেত্রীর জন্য নিরলসভাবে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণভরে দোয়া করছি, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের সকলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ মেম্বার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম নয়ন খান, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, সাতুরিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন জমাদ্দার, শ্রমিক দল নেতা মাসুদ তালুকদার, রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু,শাহাদাৎ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
যৌথ ভাবে দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাও. মনিরুজ্জামান ও কাটিপারা মসজিদের ইমাম মাওলানা কেরামত আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩