সোমবার, ১০ মার্চ ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকরা বিএনপির অভিযোগকে ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার: রিজভী নিজের মেয়েকে ধর্ষণ, মায়ের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ শফিউল আযমকে প্রাণ নাশের হুমকি চৌদ্দগ্রামে জেঠার বিরুদ্ধে এতিমের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে ‘নারীর প্রতি হেনস্তার পেছনে উগ্র গোষ্ঠীর মদদ থাকতে পারে’ অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাত্রশিবিরের টাকার উৎস নিয়ে যে ব্যাখ্যা দিলেন জবি সেক্রেটারি গাজায় ফের যুদ্ধের জন্য আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর এনায়েতপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল নির্বাচন প্রশ্নে বিএনপি-জামায়াত-এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব মাটি কাটায় বাধা দেয়ায় সমন্বয়ক রাফির হামলায় ছাত্রদল নেতার মাথায় ৯ সেলাই আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন : বিবিসিকে ড. ইউনূস অরক্ষিত চৌদ্দগ্রাম বাজার, নেই বাজার কমিটি প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা

সিরাজগঞ্জের ৯ ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জে পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় একটি ইটভাটার চিমনি এক্সকাভেটর যন্ত্র (ভেকু মেশিন) দিয়ে ভেঙে গুঁড়িয়েসহ একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তুহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে,সোমবার দিনব্যাপী সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
এতে অবৈধ ইটভাটার মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা, একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে।

ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।

পরিবেশ অধিদফতরের কার্যালয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটার মালিকেরা পরিবেশের ছাড়পত্র না নিয়েই ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‌্যাব-১২ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ,সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়।
এছাড়া জেনিন ব্রিকসের চিমনি ভেকু মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩