বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ঈদগাঁও গোমাতলী পানিতে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসির নগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ১৫ মাস জেলে থেকেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি: জিএসপ্রার্থী খাদিজা ‌কোস্ট গার্ডের অভিযানে বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারী আটক পঞ্চমবারের মতো কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন জামার্নির কেম্পটেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সস-এ সমাবর্তন অনুষ্ঠানে-সুমন চাকমা কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ বাস্ত্রহীন বিদ্যাকে হারাটি ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে একটি ঘর উপহার দিলেন সুগন্ধা নদী থেকে নারীর মৃতদেহ উদ্ধার বিরামপুরে রোড ডিভাইডারে নতুন স্ট্রিট লাইট, নিরাপদ সড়কে খুশি স্থানীয়রা নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের দোয়া মাহফিল রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

কোম্পানীগঞ্জে এড. আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘ ১ বছর ৩ মাস বহিষ্কৃত থাকা এই নেতাকে এদিন সব পর্যায়ের দায়িত্বেও পুনর্বহাল করা হয়।

২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল্লাহ আল হেলালকে বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দল।

বিএনপি জানায়, আব্দুল্লাহ আল হেলালকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করে কেন্দ্রীয় বিএনপি।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা তাঁকে তাৎক্ষণিক সংবর্ধনা জানান। সাবেক সদস্য সচিবকে পুনরায় রাজপথে ফিরে পেয়ে সাধারণ কর্মীদের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস প্রকাশ পায়।

মঙ্গলবার রাত আটটায় স্থানীয় টুকেরবাজার এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতারা মিছিল, ফুলেল সংবর্ধনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে দুঃসময়ের এই নেতাকে বরণ করে নেন। পরে মিছিল শেষে রাস্তায় দাঁড়িয়ে উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।

তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দীর্ঘদিন রাজপথে থাকতে পারিনি, কিন্তু এই অনুপস্থিতি আমাকে ভীষণ কুরে কুরে খেয়েছে। বারবার মনে হয়েছে—আমি আমার প্রাণপ্রিয় নেতা–কর্মীদের সঙ্গে মিছিল–মিটিংয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার আদর্শ। সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন থাকার কথা ভাবলেই বুকের ভেতর রক্তক্ষরণ হতো। কিন্তু আজ আমি আনন্দিত—আমি আবারো আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমার দলীয় হাই কমান্ডকে। কৃতজ্ঞতা জানাই সিলেট–৪ আসনের ধানের শীষের কান্ডারী জননন্দিত সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সকলকে, যারা আমার বহিষ্কারাদেশ প্রত্যাহারে ভূমিকা রেখেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন—আমি যেন দলীয় নীতি–আদর্শ মেনে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যেতে পারি।”

এ সময় স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া। বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রানা। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার মাহমুদ পাভেল, সদস্য শফিকুল ইসলাম, সুয়েবুজ্জামান (সুয়েব), আলামিন, সাদ্দাম হোসেন, নেকবর আলী, আজগর আলী, জসিম উদ্দিন, বাচ্চু মিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মিয়া সহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩