বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
বন্যপ্রাণী পাচারবিরোধী বিশেষ অভিযানে একটি বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে দাকোপ থানাধীন গুনারী শশ্মান ঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল উক্ত এলাকায় অভিযান চালায় এবং তক্ষক পাচারের সময় হাতেনাতে একজন ব্যক্তিকে আটক করে।
জব্দকৃত তক্ষক এবং আটককৃত পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, “বন্যপ্রাণীর অবৈধ পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের এই ধরনের চোরাচালান ও বন্যপ্রাণী পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩