মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
আরাফাত হোসেন, কালকিনি প্রতিনিধিঃ
মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা মাওলানা এস. এম. আজিজুল হক আজ ২৪ নভেম্বর ২০২৫, রোজ সোমবার সকাল থেকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন, তাদের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং চিকিৎসাসেবা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মীদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দোকানপাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।
এ সময় তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং স্থানীয় সমস্যা, সংকট ও জনসেবামূলক বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি ভবিষ্যতে এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস প্রদান করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩