রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির পক্ষে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকালে কায়বা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (কোটা ধান্যতাড়া) গ্রামে এ লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক হাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্নার সঞ্চালনায় এতে প্রাধান অতিথি ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও নারী ভোটারা অংশগ্রহণ করেন।
প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি তার বক্তব্যে বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, আর আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই এলাকায় রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করবো। রুদ্রপুর ও মাখলার বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো, চাষীদের মুখে হাসি ফোটাবো। বিশেষ করে এই এলাকায় একটি কোরআান শিক্ষার প্রতিষ্ঠান বানাবো।
জামায়াত ইসলামী দলের উদ্দেশ্যে করে তিনি বলেন, মা বোনেরা আপনারা বিভ্রান্ত হবেন না, আমরা জানি একটি রাজনৈতিক দল আপনাদের কাছে গিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বেহেস্তের টিকিট একমাত্র মহান আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না, তই আপনারা তাদের কথায় বিভ্রান্ত হবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিবেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান।
আরো উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হামিদ সরদার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুলা মিলন যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩