শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯ নভেম্বর ২০২৫ খ্রি. দিবাগত রাত থেকে ২০ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের ৭টি টিম, র্যাব-৭-এর বিশেষ ২টি টিম, চট্টগ্রাম নৌ-পুলিশ, এবং ৯ এপিবিএন-এর চৌকস টিম যৌথভাবে রাউজান থানাধীন নোয়াপাড়া, বাগোয়ান, পূর্ব ও পশ্চিম গুজরা, সুলতানপুর, কদলপুর, রাউজান ইউপি ও রাউজান পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
একই সময়ে বিভিন্ন স্থানে ১৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ: ৮ টি এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১৪ টি ছোরা, ৩ টি রামদা,২ টি চাপাতি, ২ টি তলোয়ার, ১ টি কিরিচ ও ১ টি ইলেক্ট্রিক কাটার
জেলা পুলিশ কর্তৃক ১৭টি চেকপোস্টে গৃহীত ব্যবস্থা, ২৮টি মোটরসাইকেল ও ১টি ট্রাক আটক, মোটরযান আইনে ৩৭টি মামলা, বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেফতার।
রযাব-৭ কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ: ৩ টি এলজি, ২ টি তলোয়ার ও ১ টি কিরিচ
সাতকানিয়া থানা পুলিশের অভিযান:
সাতকানিয়া থানা পুলিশ ১৯ নভেম্বর ২০২৫ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, ২টি শর্টগানের কার্তুজ, ১টি লোহার স্টিক, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৬টি বাটন মোবাইলসহ আসামি মোঃ তারেক ও মোঃ মিনারুল আলম-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি মামলা আছে।
একই রাতে সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত আয়ুব-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে।
রাউজান এর আলোচিত ব্যবসায়ী হাকিম হত্যা মামলার অগ্রগতি, চট্টগ্রাম জেলা পুলিশ ইতোমধ্যে অভিযান পরিচালনা করে হাকিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে এবং ৬ জন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ: ৪টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ১টি চায়না রাইফেল, ১টি শর্টগান, ২টি এলজি, ৪৯ রাউন্ড রাইফেলের গুলি (৭.৬২), ১৭ রাউন্ড শর্টগানের কার্তুজ, ১৯ রাউন্ড পিস্তলের গুলি (৭.৬৫) সর্বমোট ৮৫ রাউন্ড গুলি ৭টি ম্যাগাজিন, ২টি রামদা, ৫টি ছুরি এবং ঘটনায় ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
নভেম্বর ২০২৫ মাসে রাউজান থানা এলাকায় অস্ত্র উদ্ধার তথ্য, মোট মামলা: ১০ টি (অস্ত্র আইন), গ্রেফতার: ৮ জন, উদ্ধার: ২৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ৮৫ রাউন্ড গুলি, ৩২টি কার্তুজ।
জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলার অস্ত্র উদ্ধার অগ্রগতি, চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং ১৭টি থানা কর্তৃক পরিচালিত নিয়মিত অভিযানে উদ্ধার, ৫৭৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৬২টি গুলি, ২০৬ রাউন্ড কার্তুজ, অস্ত্র আইনের ৯৬টি মামলা, গ্রেফতার ১৪০ জন আসামি।
চট্টগ্রাম জেলা পুলিশের অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তায় সদা জাগ্রত থাকার অনুরোধ চট্টগ্রাম জেলা পুলিশের।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩