রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
ফয়ছল আহমদ নুমান, সিলেট প্রতিনিধি:
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সভাপতি মিসবাউল করিম রফিক (৩০) গ্রেফতার হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় রযাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি ছিলেন রফিক। ঘটনার পর তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়।
ওসি আরও জানান, রফিক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরবর্তীতে যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩