শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল সদর ইউনিয়ন শাখা। ‘জমিন যার আইন চলবে তার’ এই স্লোগানে দীপ্তবান হয়ে অলিপুরা বাজারে শুক্রবার (নভেম্বর ১৪, ২০২৫) এই সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে ঢাকাস্থ বাউফল ইউনিয়ন নির্বাচন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ। সভায় সভাপতিত্ব করেন মাও: আব্দুস সোবহান এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাও: আব্দুল্লাহ আল মামুন। নির্বাচনী এই প্রস্তুতি সভায় প্রায় পাঁচ শতাধিক লোকের সমাগম হয়, যার মধ্যে বেশ কিছু সনাতন ধর্মাবলম্বীরাও ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ আগামীর বাউফলকে সন্ত্রাস ও মাদক মুক্ত একটি উন্নত বাউফল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাউফলের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বগা সেতুর কার্যক্রম শুরু হওয়া একটি বড় অর্জন। এই কার্যক্রমে যুক্ত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তিনি বাউফলের গুরুত্বপূর্ণ সমস্যা, নদী ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন, এবং মসজিদ-মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটের সংস্কারের বিষয়ে তার কার্যক্রম এবং পরিকল্পনার কথা জানান।
ড. মাসুদ এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী বাউফলকে উন্নয়ন, শৃঙ্খলা এবং দুর্নীতি মুক্তভাবে গড়তে হলে দাঁড়িপাল্লা মার্কার কোনো বিকল্প নেই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩