শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “আমাদের বিরোধিতা করতে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।”
শুক্রবার (১৪ নভেম্বর) বাউফলের কনকদিয়া ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মানুষের একটাই দাবি ছিল—We want justice. ন্যায়বিচার কেবল ইসলামি আইনেই সম্ভব। সাদা-মুক্ত, দখলমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে কোরআন ও ইসলামের পক্ষে ভোট দিতে হবে।”
দলীয় নেতাদের ত্যাগ ও নির্যাতনের প্রসঙ্গে তিনি জানান, “আপনাদের নেতারা ফ্যাসিবাদী সরকারের সঙ্গে মুচলেকা দিয়ে বিদেশে অবস্থান করছেন, কিন্তু আমাদের নেতাদের ৫৭ দিন রিমান্ডে নিয়ে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবু আমরা আপোষ করিনি। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি।”
তিনি আরও বলেন, “জামায়াত দক্ষ, সৎ ও আদর্শ নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। আমাদের দুইজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় পরিচালনা করেও একটি টাকার দুর্নীতি প্রমাণ করা যায়নি—এটাই আমাদের চরিত্র।”
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, নির্বাচন পরিচালক অধ্যক্ষ কাজী আবদুল তাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের টিম লিডার মো. মশিউর রহমান, উপজেলা সভাপতি রেদোয়ান উল্লাহ মাস্টার, কনকদিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল করিম ফরিদী, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেনসহ ২০০ মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রায় সহস্রাধিক নেতা-কর্মী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩